ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ এর গাড়ী বহরে হামলার প্রতিবাদে লামাকাজী ইউনিয়নের পরগনা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার ১৯ জুলাই বিকাল ৫ টায় স্হানীয় পরগনা বাজারে ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে এক সভা অনুষ্টিত হয়।
স্হানীয় ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. লাল মিয়া লালু এর সভাপতিত্বে আওয়ামীলীগ নেতা শাহিন আহমদ ও শামছুল ইসলাম এর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক সামছ উদ্দিন সমছু, সাংগঠনিক সম্পাদক আব্দুল রব, আওয়ামীলীগ নেতা পীর ইদ্রিস আলী, মক্তার আলী, নুরুল হক, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সমর আলী, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি শহিদ খান আতা, যুবলীগ নেতা জামাল আহমদ, পরগনা বাজারের ব্যবসায়ী মো. নুরুল ইসলাম।
এসময় উপস্হিত ছিলেন আওয়ামীলীগ নেতা আশদ় আলী, মো. লালা মিয়া, সজ্জাদ আলী, হাফিজ মুক্তার আলী, মো. শের আলী, মো. আলী হোসেন, আমির আলী, যুবলীগ নেতা আলী আকবর লিকন, আক্তার হোসেন, মো. আরজ আলী, মো. সিরাজ উদ্দিন, আজাদ মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি শুকুর খান, ব্যবসায়ী মো. ছাদ মিয়া, তারেক হোসেন, মোস্তফা, জালাল উদ্দিন, ছাত্রলীগ নেতা শফিকুর রহমান, মো. ইকবাল হোসাইন, বাজারের ব্যবসায়ীবৃন্দ, ৮ ও নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্যঃ গতকাল সোমবার ১৮ জুলাই ইউনিয়ন আওয়ামীলীগের ৯নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে স্হানীয় পরগনা বাজারে গাড়ী পার্কিং করে বিকাল ৪ টায় আকিলপুরস্হ সম্মেলনে গেলে রাত সাড়ে ৯ টায় এসে দেখতে পান কে বা কারা গাড়ীর সামনের গ্লাস ইট দিয়ে ভেঙ্গে দিয়েছে।
শেয়ার করুন