স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে ব্রিটিশ চ্যারিটি সংস্থা দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের নীচতলা (গ্রাউন্ড ফ্লোর) এর প্রথম তলার ছাদ ঢালাইর কাজ গতকাল ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে দোয়া পরিচালনা করেন ইলিমপুর জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জুবায়ের আহমদ।
দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সিইও ডাঃ শানুর আলী মামুনের সভাপতিত্বে ও চীফ কো-অর্ডিনেটর, সাংবাদিক তজম্মুল আলী রাজু’র পরিচালনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডাইরেক্টর তারেক মাহমুদ সজিব, দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের সাবেক ট্রাস্টি ও আল খায়ের ফাউন্ডেশনের হেড অব এডমিন, ফাইন্যান্স শহিদুল হক খান সেলিম, ইঞ্জিনিয়ার সামছুর রহমান, সাবেক ট্রাস্টি ও ফাউন্ডার সদস্য শেখ হারুনুর রশীদ, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার, ধর্মদা গ্রামের বিশিষ্ট মুুরব্বী শাহ জামাল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী শাহ দুলাল আহমদ, বিশ্বনাথ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক, বিশ্বনাথ সরকারী কলেজের প্রভাষক শেখ সানজিদা শারমিন সিভা, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সদস্য শেখ ফজর রহমান, বিশিষ্ট সমাজসেবী ফয়ছল আহমদ, বিল্ডিং কন্সট্রাকশনের সিইও মেহেদী হাসান, সমাজসেবী হালিম শিকদার, সংগঠক রুমেল আলী, দুলাল আহমদ প্রমুখ।
দোয়া মাহফিলের পূর্বে শাহ জামাল আহমদ ১ লাখ ৫৩ হাজার টাকার চেক প্রদান করে যুক্তরাজ্য প্রবাসী, কবি, লেখক শাহ কামাল আহমদকে ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের ফাউন্ডার মেম্বার করা হয়। প্রবাসী দেয়া চেক গ্রহন করেন সংস্থার সাবেক ট্রাস্টি ও ফাউন্ডার মেম্বার শেখ হারুনুর রশীদ।
উল্লেখ্য, ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বনাথে দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল স্থাপনের উদ্যোগ নেয় ব্রিটিশ চ্যারিটি সংস্থা দি ওয়ান পাউন্ড হসপিটাল। আন্তর্জাতিক চ্যারিটি সংস্থ্যা আল খায়ের ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে হসপিটালের নির্মাণ কাজ।
শেয়ার করুন