স্টাফ রিপোর্টার
২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পূনর্বাসন কর্মসূচির আওতায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজি (হাইব্রিড) বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজ্লা প্রসাশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্টানিকভাবে উপজেলার ৮ শতাধিক কৃষকদের মাঝে আগাম শীতকালীন বিভিন্ন জাতের সবজি বীজ (হাইব্রীড), এবং জনপ্রতি ১০ কেজি করে ডিএমপি ও এমআরপি সার এবং নগদ এক হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্ভোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রসাশক সুনন্দা রায়।
উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিজিত কুমার আচার্য্যের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ জালাল উদ্দীন।
বক্তারা বলেন সরকার ভর্তুকি দেয় কৃষকদের বাঁচানোর জন্য। কৃষকেরা দেশের প্রতিটি ইঞ্চি মাটি আবাদের আওতায় আনলে সরকারের লক্ষ্য অর্জন হবে। পাশাপাশি দেশ হবে খাদ্যে সয়ংসম্পূর্ণ। সরকার ও কৃষক মিলে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে দেশের প্রতি ইঞ্চি মাটিতে চাষাবাদ করতে হবে, বেশি করে শাকসবজি উৎপাদন করতে হবে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন জাকারিয়া আহমদ।
এসময় কৃষক, সাংবাদিক, উপজেলা কৃষি অফিস ও অন্যান্য দপ্তরের বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।