বিশ্বনাথে জাতীয় সমবায় দিবস পালন

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ’সহ নানান আয়োজনের মধ্য দিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

এতে প্রধান অথিতির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এস এম নুনু মিয়া বলেন, দেশ ও জাতীর কল্যানে সমবায় সমিতিগুলো সাধ্যমতো কাজ করে যাচ্ছে। আমরা ঐক্যবদ্ধভাবে সমবায় সমিতিগুলোর কাজ করলে দেশ ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলা হিসাবে প্রতিষ্টিত হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সস্রাট হোসেনের সভাপতিত্বে ও বিশ্বনাথ সমবায় ফোরামের আহবায়ক শেখ হাসান মাহমুদ রিপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়ারিসাত আল-আমিন, অধ্যাপক পবিত্র কুমার দেব, সমবায়ীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সমবায়ী তপন দাশ, এস.পি সেবু।
সভায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইসলাম উদ্দীন ও গীতাপাঠ করেন অর্পূবা রাণী নাথ এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমবায় সমিতির পক্ষে রফিকুল ইসলাম, রণজিৎ গোস্বামী, এভারগ্রীণ বিএসএস লি এর পক্ষে শ্রী দিপু পাল, সমির রঞ্জন দাশ, সুব্রত দে, এনাম আলী, শাহ মনির, ভাই ভাই বিএসএস লি এর পক্ষে আসক আলী, বাঁধন শ্রমজীবী বিএসএস লি এর পক্ষে জুনাব আলী, রামধানা গ্রাম উন্নয়ন বিএসএস লি এর পক্ষে সামছু মিয়া লালা, বৈশাখী বিএসএস লি এর পক্ষে সালেহ আহমদ রাজন, গরীব দুখী বিএসএস লি এর পক্ষে আওলাদ হোসেন, আছমত আলী লিটন, শাহিন মিয়া, সোনার বাংলা বিএসএস লি এর পক্ষে আবুল হোসেন, দন্ডপানিপুর আশ্রয়ন বিএসএস লি এর পক্ষে শ্রী অজিত চন্দ্র দেব,আবু সুফিয়ান, ঝুমন দাশ , দশঘর জীবনপুর বিএসএস লি এর পক্ষে নকুল দাশ, ভাটপাড়া আশ্রয়ন বিএসএস লি এর পক্ষে মাসুক মিয়া, আমতৈল মসৎজীবি বিএসএস লি এর পক্ষে আলা উদ্দীন, লামাকাজী মসৎজীবি বিএসএস লি এর পক্ষে সামসুল হক মোল্লা, দশঘর মসৎজীবি বিএসএস লি এর পক্ষে আব্দুল জলিল প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *