ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ পৌর শহরের শিমুলতলা গ্রামে বন্যার্ত শতাধিক পরিবারের মাঝে শনিবার (৯ জুলাই) সকালে ‘তালুকদার সমশের আলী ট্রাস্ট’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ বিতরণ করেন ও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেস্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।
অনুষ্ঠানে প্রত্যেকটি পরিবারকে ৫শত টাকা করে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, সরকার বা সরকারি দলের লোকজন যখন বন্যার্তদের পাশে নেই, ঠিক তখন বিএনপির নেতাকর্মীরা নিজেদের সাধ্যমতো বন্যার্তদের পাশে আছেন। আওয়ামী লীগ ক্রেডিড নিতে ব্যস্থ, আর কাজের বেলায় তারা সব দিক দিয়ে ব্যর্থ। আর ওই ব্যর্থ দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় চান না দেশবাসী। সুষ্ঠ ভোট হলে বিএনপি আবারও সরকার গঠন করবে।
এলাকার প্রবীন মুরব্বী হাজী সফর আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ফয়জুল ইসলাম জালাল (শিমুল জালাল)। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আমির উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক শামীম আহমদ মেম্বার, যুগ্ম সম্পাদক কদর আলী, সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খজির, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, পৌর বিএনপি যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সামছুল ইসলাম, যুবদল নেতা ময়নুল ইসলাম, ছাত্রদল নেতা লাকি আহমদ, শাহ টিপু প্রমুখ।