স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে গতকাল বোধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ও আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে, জাতির সুর্য সন্তান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পুর্বে শতাধিক ছাত্র ছাত্রীদের উপস্থিতি মেইন সড়কটি পদক্ষিন করে রেলি দেয়া হয় এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংকিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেন্টু আলী,সহাকারী শিক্ষক কাওসার আহমদ,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান, এসময় উপস্থিত ছিলেন মাওলানা ওয়ারিছ আলী,সহকারী শিক্ষক, কুন্ড, এছাড়া দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সভাপতি বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরন, ছইল মিয়া ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক তাওহীদুর রহমান রুহিন, সহ সভাপতি, হাবিবুর রহমান হাবিব, সদস্য, লয়লুছ মিয়া, সুরমা বেগম, তাসলিমা বেগম,আলী হোসেন, লিটন মিয়া,
অত্র বিদ্যালয়ে শ্রদ্ধা নিবেদনের পরেই নেতৃবৃন্দ উপজেলা সদরে দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, পৌর আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন প্রমুখ।