বিশ্বনাথে দুর্গত মানুষের মধ্যে এলবিএইচএইচ পক্ষ হতে নগদ অর্থ বিতরণ

সিলেট

ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার:

পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকার বন্যার্তদের মাঝে লুটন বাংলাদেশ হেল্পিং হেন্ড (এলবিএইচএইচ) উদ্যোগে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) সকালে পৌর শহরের হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, সরকারের পাশাপাশি লুটন বাংলাদেশ হেল্পিং হেন্ড মতো দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন দাঁড়ানোর জন্য উপকৃত হচ্ছেন ক্ষতিগ্রস্থ মানুষেরা। বন্যা পরিবর্তি ক্ষয়ক্ষতি মোকাবেলা করার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীদেরকে আরোও ব্যাপক হারে সহযোগীতার হাত প্রসারিত করতে হবে।
এম এ মজনু ফোরামের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও পাওয়ার ব্যান্ডের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, থানার অফিসার্স ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক আব্দুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, উপ-দপ্তর সম্পাদক নূরুল হক, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন।

এসমং উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এসআই মামুনুর রশীদ, পৌর আওয়ামী লীগের সদস্য রাজু আহমদ খান, এম এ মজনু ফোরামের সদস্য আনহার আলী, নাহিদ আহমদ, আবিদুর রহমান আবির, পাওয়ার ব্যান্ডের সভাপতি মাসুদ আহমদ রিপন, আব্দুল গফুর, ফারাবি ইসলাম, আনহার আলী, ইসলাম আলী রাহয়ান, মাহিদুল ইসলাম, মাসরাফুল ইসলাম, রাজু আহমদ, ওমর ফারুক সৈয়ক, হুসাইন আহমদ, জাকির আলবি প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *