ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহম, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস, যুগ্ম সম্পাদক বিভাংশু গুন বিভু, সাংগঠনিক সম্পাদক সমীর দে ঝুলন, বিভিন্ন পূজামন্ডপের পক্ষে পার্থ সারথী দাশ পাপ্পু, শুভরাজ চন্দ, রঞ্জিত দাশ। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে সিলেটের বিশ্বনাথে ২৫টি মন্ডপে অনুষ্ঠিত শারদীয় দূর্গাপূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান অনুদান হিসেবে নগদ ১ হাজার টাকা করে তুলে দেন।
শেয়ার করুন