ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া বলেছেন, দেশের মানুষ শান্তিতে বসবাস করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।
গৃহহীন মানুষ আজ প্রধানমন্ত্রীর দেয়া উপহারে মাথা গোজাঁর ঠাই পেয়েছেন। তারা আজ সুখে শান্তিতে বসবাস করছেন। তিনি বলেন, সব মানুষের কিভাবে শান্তিতে থাকবে সেই লক্ষ্য নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কুচক্রী মহল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের এসব ষড়যন্ত্র বাংলার জনগণ রুখে দিয়েছেন, যার ফলে দেশের মানুষ শেখ হাসিনাকে বারবার নির্বাচিত করে দেশ পরিচালনায় দায়িত্ব দিচ্ছেন।
তিনি বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) চক কাশিমপুর, পশ্চিম শ্বাসরাম, জীবনপুরসহ উপজেলা বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর দেয়া উপহার শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী আব্দুল মতিন, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য শাহনেওয়াজ চৌধুরী সেলিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মো. দবির মিয়া, আওয়ামী লীগ নেতা লাল মিয়া, আনহার আলী, বিশ্বনাথ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী নেছার আহমদ মুজিব, কৃষক ফারুক আহমদ প্রমুখ।
শেয়ার করুন