বিশ্বনাথে প্রবাসী কল্যাণ সমিতি ইউএসের নগদ অর্থ বিতরণ

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮ ইউনিয়নের ক্ষতিগ্রস্থদের মধ্যে ‘বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু করেছে। অনুষ্ঠানে ৮টি ইউনিয়নের প্রতিনিধিদের কাছে ইউনিয়ন প্রতি ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ১২ লাখ টাকা হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে পৌর শহরের দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে প্রতিনিধিদের কাছে বিতরণের নগদ টাকা হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদ।

বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’ যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আদনানের সভাপতিত্বে ও এইচ এম মালিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেইভ দ্যা পিপল ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশনের ক্যাশিয়ার মুনায়েম খান মুন্না, আল-ইর্শ্বাদ লতিফিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বসির উদ্দিন আহমদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমন মিলাদ।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সংগঠক হাফিজ হুসাইন মুহাম্মদ মানিক, মনসুর আলী, আজম আলী, জহিরুল ইসলাম, আলতাব হোসেন, মাওলানা আব্দুল মতিন, কামাল আহমদ মাসুম, মাওলানা আনাছ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *