ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার অলংকারী গ্রামের দেড় শতাধিক অসহায়-দুস্থ মানুষের মাঝে যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথের প্রবাসীরা সব সময়ই মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। প্রবাসীদের সহযোগীতায় আমরা বড় বড় দূর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছি। প্রবাসীর আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মালিক।
যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ইস্কাটন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপশহর কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক দিদার আহমদ, বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, যুবদল নেতা জুবায়ের আহমদ সুমন। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন