বিশ্বনাথে প্রবাসী লেখক সেলিম খানের কাব্যগ্রন্থ্য ‘মুক্তি ও প্রেমের কাব্য’র মোড়ক উন্মোচন

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী লেখক ও তারুন্যের কবি সেলিম খানের প্রথম কাব্যগ্রন্থ্য ‘মুক্তি ও প্রেমের কাব্য’র প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেল আড়াইটার দিকে পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ ‘রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়’ হলরুমে এ প্রকাশনা অনুষ্ঠিত হয়।
কাব্যগ্রন্থ্যের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে ব্যস্ত সময়ের মাঝেও নিয়মিত সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছেন সেলিম খান। তার লেখনীতে উঠে এসেছে মানবপ্রেম, দেশপ্রেম ও মুক্তির কথা।
ব্যবসায়ী ফরিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সহিদ। নিজের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন কাব্যগ্রন্থের লেখক যুক্তরাজ্য প্রবাসী ও তারুন্যের কবি সেলিম খান।

সিলেট ল’কলেজের শিক্ষার্থী মারুফ হোসেন মো. ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংপুর সাজ্জাদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি হুসনে আরা বেগম, দশঘর নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়ালি উল্লাহ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, চিকিৎসক ডা. সুভাস কুমার পাল, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী।
এসময় অনুষ্ঠানে ব্যবসায়ী মারুফ খান, মামুন আহমদ, সংগঠক আলতাব খান, ফাতিম হাসনাত ফাহিম’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *