বিশ্বনাথে ‘বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ প্রতিদিন’র ১৪ বছরে পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) বেলা ১টায় বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের কেক কাটেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।

এর আগে বাংলাদেশ প্রতিদিনের বিশ্বনাথ প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আবদুল মতিন, বিশ্বনাথ পৌর বিএনপি সাধারণ সম্পাদক বশির আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর ফজর আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু।

বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, মো. মর্তুজ আলী, দেওকলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ, দশঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বর্তমান সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য অসিত রঞ্জন দেব, সাংবাদিক কামাল মুন্না, বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য নুর উদ্দিন, চাউলধনী স্কুল এন্ড কলেজের শিক্ষক শফিক আহমদ পিয়ার, ‘বাতিঘর’র মো. গোলাম মোস্তফা, সাবেক সহসভাপতি নুরুল হক, বসুন্ধরা গ্রুপের (পেপার) স্থানীয় সেলস অফিসার মো. পারভেজ, সজীব গ্রুপের সেলস অফিসার মো. পারভেজ, সংবাদপত্র এজেন্ট মো. ফরিদ আহমদ, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মারুফ আহমদ, ব্যবসায়ী আবদুর রহমান, সিতাব আলী, শিক্ষার্থী মো. রায়হান আলী, মো. মারুফ আহমদ, মো. ইমাদ উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *