স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে ৮মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদে ‘মাইক’ প্রতীকের প্রার্থী, উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইটের নির্বাচনী প্রতীক ‘মাইক’র সমর্থনে সোমবার (৬মে) বিকেলে পৌর শহরে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রবাসী চত্বরে অনুষ্ঠিত পথসভাস্থলে এসে শেষ হয়।
পথসভায় ‘মাইক’ প্রতীকে ভোট চেয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী মুহিবুর রহমান সুইট বলেন, ৮মে নির্বাচনে আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করে উপজেলাবাসীকে ‘স্মার্ট বিশ্বনাথ’ উপহার দেব। কাঙ্খিত উন্নয়ন পাওয়ার জন্য আপনারা ‘মাইক’ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করুণ। আমি নির্বাচিত হলে কাউকে উন্নয়ন ক্রয় করে নিতে হবে না, ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।
‘মাইক’ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত প্রচার মিছিল পরবর্তি পথসভা উপজেলা কৃষক লীগের সভাপতি সোরাব আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর এলাকা থেকে আসা ‘মাইক’ প্রতীকের কর্মী-সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন