ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী নেওয়ারুন নেছার অর্থায়নে ও আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ‘খাজাঞ্চী একাডেমী’র শিক্ষার্থীদের মাঝে শীতের ওই কম্বল বিতরণ করা হয়।
একাডেমীর মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মাহবুব মিয়া।
একাডেমীর প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল হান্নানের সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমদ মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রেটার কামাল বাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক প্রবাসী বখতিয়ার খান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, মান্দারুকা ছুরত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী রায়হান আহমদ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন একাডেমী পরিচালনা কমিটির সদস্য আপ্তাব আলী, সাইদুর রহমান, সিরাজ মিয়া, কাওছার আহমদ, আক্তার হোসেন, তাজ উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসহাক আহমদ, সহকারী শিক্ষক রেশমা বেগম, সুমী বেগম, ইয়াসমিন বেগম, জাকিয়া বেগম, সুমাইয়া বেগম, ওয়ালী উল্লাহ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নূর উদ্দিন, সাংবাদিক সবুজ আহমদ সায়মন, সংগঠক গিয়াস উদ্দিন সোহাগ, আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুল কাদির, হাফিজ জিয়াউর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
শেয়ার করুন