স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে লামাকাজী রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থী আবুল রাহাত (২১) এর জানাজার নামাজ রবিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার লামাকাজী ইউনিয়নের সাঙ্গিরাই বিদ্যাপতি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে।
জানাজার নামাজ শেষে গ্রামের কবরস্হানে তাকে (রাহাত) সমাহিত করা হয়।
সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সাবেক শিক্ষার্থী ও নিহতের ভাই ইমরান মাহমুদের পরিচালনায় জানাজার নামাজের পূর্বে মরহুমের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ বেতকুনী, সহকারি অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, লামাকাজী রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ একেএম সিফত আলী, সাঙ্গিরাই বিদ্যাপতি জামে মসজিদের ইমাম মাওলানা মিছবাহ উদ্দিন ও নিহতের বাবা গোলাম মোস্তফা।
জানাজার নামাজের সময় উপস্হিত ছিলেন কালারুকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সহ সুপার মাওলানা আজিজুর রহমান ধনপুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্হ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ শাহনুর হোসাইন, লামাকাজী রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক রাশেল মিয়া, কামাল মিয়া, মাওলানা আছমত আলী, সৎপুর মাদরাসার শিক্ষক মাওলানা জামাল উদ্দিন সহ প্রমুখ।
উল্লেখ্যঃ গত শনিবার (২ ডিসেম্বর) রাত ৯.৩০ টায় আবুল রাহাত ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি মা বাবা ভাই বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শেয়ার করুন