ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার:
স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে সিলেটের বিশ্বনাথে পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) বাদ মাগরিব পৌর শহরের নতুন বাজারের টিএনটি রোড়স্থ মাছহাটা বায়তুল মুহতারাম জামে মসজিদে দোয়া মাহফিল ও কলা হাটা এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা খালেদ আহমদ।
বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
সভায় বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শংকর জ্যোতি দে, আব্দুস ছালাম, সুজেল আহমদ, যুগ্ম সম্পাদক শামীম আহমদ, মোস্তফা কামাল হিমেল, সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ, রফিকুল ইসলাম। এসময় স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন