ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
দৈনিক ইনকিলাব’র সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুস সালামের পিতা আব্দুর রহিম (৯০) আর নেই।
তিনি মঙ্গলবার (৯ মে) সকাল পৌঁনে ১০টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের পুরানগাঁও (কোনাপাড়া) গ্রামস্থ নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগা আব্দুর রহিম মৃত্যুকালে ৩ পুত্র, ২ কন্যা, নাতী-নাতনী ও আত্নীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযা নামাজ মঙ্গলবার বাদ আসর তাহার নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। সাংবাদিক আব্দুস সালামের পিতার জানাযার নামাজে বিভিন্ন মহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক আব্দুস সালামের পিতার মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহলের নেতৃবৃন্দ।
শোক প্রকাশকারীরা হলেন- সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর রফিক হাসান, ফজর আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রহমত আলী, প্রবীন সাংবাদিক কবি সাইদুর রহমান সাঈদ, আব্দুল আহাদ, আবু হেনা মোহাম্মদ ফিরুজ আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সভাপতি জাকির হোসেন কয়েছ, রফিকুল ইসলাম জুবায়ের, মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ শহীদুর রহমান, অসিত রঞ্জন দেব, মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, নূরুল ইসলাম, আহমদ আলী হিরন, শফিকুল ইসলাম সফিক, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, এমআর টুনু তালুকদার, আশিক আলী, নবীন সোহেল, কামাল মুন্না, মিছবাহ উদ্দিন, আক্তার আহমদ শাহেদ, মশাহিদ আলী, শুকরান আহমদ রানা, বদরুল ইসলাম মহসিন, সংগঠক ফুলকাছ আলী, শাহীন মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
শেয়ার করুন