বিশ্বনাথে সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে নাগরিক সংবর্ধনা প্রদান

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজাগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি তালুকদার গিয়াস উদ্দিনকে এলাকাবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইউরোপের দেশ পর্তুগালে যাত্রা উপলক্ষ্যে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ‘বৃহত্তর রাজাগঞ্জ বাজার এলাকাবাসী’র ব্যানারে ইউনিয়নের রাজাগঞ্জ বাজারেই আনুষ্ঠানিকভাবে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এতে এলাকাবাসীর ভালবাসায় সিক্ত হয়ে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন তালুকদার গিয়াস উদ্দিন।

সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে ও বাতিঘরের সাবেক সভাপতি গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের এডহক কমিটির সদস্য মোনায়েম খান, তেলিকোনা এলাহাবাদ আলীম মাদ্রাসার শিক্ষক মাওলানা এটিএম নূর উদ্দিন, আলহাজ্ব লজ্জতুননেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবুল বশর মো. ফারুক।
অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন রাজাগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আলী, আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়ার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমান, জেলা জজ কোর্টের আইনজীবী মাস-উদ হাসান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বৃহত্তর উত্তর বিশ্বনাথের মুফতি আব্দুল খালিক রহ. ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল লেইছ এবং শেষে মোনাজাত পরিচালনা করেন সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান। অনুষ্ঠানে সংবর্ধিত্ব অতিথি তালুকদার গিয়াস উদ্দিনকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *