বিশ্বনাথে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রবাসী দুলাল আহমদের মতবিনিময়

সিলেট

ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথ উপজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সৌদি আরব প্রবাসী ও সমাজ সেবক আলহাজ্ব দুলাল আহমদ।

শুক্রবার (৮ জুলাই) রাতে পৌর শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব দুলাল আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক নবীন সোহেল।

মতবিনিময়কালে প্রবাসী আরহাজ্ব দুলাল আহমদ বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন। সাংবাদিকদের মাধ্যমেই সমাজের বিভিন্ন অসঙ্গতি মানুষের সামনে উঠে আসে। সকল দুর্যোগকালীন সময়ে সাংবাদিকরাই সবার আগে মানবতার কল্যাণে এগিয়ে আসেন। সাংবাদিকরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদের কলমের মাধ্যমে দূর্যোগপূর্ণ এলাকার মানুষের কথা তুলে ধরেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *