ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেট বিভাগের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার হুসাইনিয়া ছাত্র সংসদের ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি প্রকাশ করা হয়েছে।
রবিবার (২১ মে) বাদ জোহর ওই কমিটি ঘোষণা করেন ছাত্র সংসদের সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান।
এসময় মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ বেতকোনী, সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী সহ আসাতিযায়ে কেরামগণ উপস্হিত ছিলেন।
সর্বসম্মতিক্রমে মো. আব্দুল হান্নানকে ভিপি, আব্দুল মুকিত জুমানকে জিএস মনোনীত করে ৪৯ সদস্য বিশিষ্ট ছাত্র সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন-
যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউসুফ খান ফাযিল ২য় বর্ষ,
সহ-সাধারণ সম্পাদক ইমরান আহমদ অনার্স ২য় বর্ষ,
সাংগঠনিক সম্পাদক মো. ছাদেক হোসাইন অনার্স ৩য় বর্ষ,
সহ সাংগঠনিক সম্পাদক জাকির আহমদ সালমান অনার্স ২য় বর্ষ, অর্থ সম্পাদক মো. শরিফ আহমদ কামিল ১ম পর্ব,
প্রচার সম্পাদক মো. আফসার হোসাইন ফাযিল ২য় বর্ষ,
সহ-প্রচার সম্পাদক মো. মুজিবুর রহমান অনার্স ১ম বর্ষ (নতুন), সহ-প্রচার সম্পাদক মো. অলিউর রহমান আলিম ১ম বর্ষ, প্রশিক্ষণ সম্পাদক মো. রুহুল আমীন কামিল ১ম পর্ব, সহ প্রশিক্ষণ সম্পাদক শেখ দিলোয়ার হোসাইন অনার্স ৩য় বর্ষ, সহ প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মোস্তাক আহমদ অনার্স ১ম বর্ষ (নতুন), শিক্ষা ও আইসিটি সম্পাদক মোঃ জহুর উদ্দিন অনার্স ৩য় বর্ষ, শিক্ষা ও আইসিটি সহকারী সম্পাদক মাহবুবুল ইসলাম শাহান অনার্স ১ম বর্ষ (পুরাতন), সেমিনার সম্পাদক মো. লায়েক মিয়া অনার্স ৩য় বর্ষ, সহ- সেমিনার সম্পাদক মিজানুর রহমান রায়হান আলিম ১ম বর্ষ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক লায়েক আহমদ সোহাগ অনার্স ১ম বর্ষ (পুরাতন), সহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইমরান আহমেদ ফাযিল ১ম বর্ষ, সহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মামুনুর রহমান ফাযিল ১ম বর্ষ,
ছাত্রকল্যাণ সম্পাদক লায়েক আহমদ অনার্স ১ম বর্ষ (পুরাতন), সহ ছাত্রকল্যাণ সম্পাদক মো. সামাদ মিয়া ফাযিল ১ম বর্ষ, অফিস সম্পাদক মো. এমরান হোসাইন অনার্স ১ম বর্ষ (পুরাতন), সহ-অফিস সম্পাদক মো. রিদ্বওয়ান আহমদ চৌধুরী আলিম ১ম বর্ষ, পাঠাগার সম্পাদক মো. ছাদির হোসেন অনার্স ১ম বর্ষ (নতুন), সহ-পাঠাগার সম্পাদক রিদ্বওয়ান হোসেন মাহফুজ আলিম ১ম বর্ষ, দাখিল সম্পাদক শাহ আনহার হোসেন দাখিল ৯ম,
সহ-দাখিল সম্পাদক রাইসূল ইসলাম দাখিল ৮ম , ইবতেদায়ি সম্পাদক সুলাইমান আহমদ নাহিদ ইবতেদায়ী।