স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে ট্রাইব্রেকারে জনতা সংঘ (শ্রীধরপুর)’কে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’ ৪র্থ আসরের চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে। পৌর শহরের জানাইয়ার মাঠে বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।
বিশ্বনাথ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ও জানাইয়া হিরামন সমাজ কল্যাণ স্পোটিং ক্লাবের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’ বিশ্বনাথের প্রবাসীদের অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্ধীতাপূর্ণ ফাইনাল খেলার মাধ্যমেই পর্দা নেমেছে টুর্ণামেন্টের ৪র্থ আসরের। আর ফাইনাল খেলাটি দেখতে বিভিন্ন অঞ্চলের কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টের অর্থদাতা ও যুক্তরাজ্য প্রবাসী সেবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’ ৪র্থ আসরের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য সিরাজ উদ্দিন, জানাইয়া হিরামন সমাজ কল্যাণ স্পোটিং ক্লাবের সভাপতি নূরুল হক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল জালাল, প্রবাসী সেলিম মিয়া, আব্দুল মানিক, আলমগীর হোসেন, শাহ তাজুল ইসলাম, জামাল উদ্দিন, এম আর আজিজ, সাবেক মেম্বার মছদ্দর আলী, ইসমাঈল আলী।
শেয়ার করুন