স্টাফ রিপোর্টার:
বিশ্বনাথ পৌরসভা অ্যান্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে শীত নিবারনের জন্য উন্নত মানের লেপ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সিলেটের বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসা হলরুমে এলাকার শতাধিক দরিদ্র পরিবারের সদস্যের মধ্যে ওই শীত বস্ত্র বিতরণ করা হয়।
ট্রাস্টের ট্রাস্টি ও সমাজসেবক আব্দুল গফুরের সভাপতিত্বে ও সংগঠক আব্দুস সালাম মুন্না’র পরিচালনায় আমন্তিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, ছয়ফুল হক, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদ শিক্ষাবিদ মাষ্ঠার ইমাদ উদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলায়াত করেন মাওলানা হারুনুর রশীদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন এম. কাওছার আহমদ।
সভা শেষে বিশ্বানথ পৌরসভা ও ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে ‘লেপ’ বিতরণ করেন অতিথিবৃন্দ।
ট্রাস্টের সভাপতি আলহাজ্ব মানিক মিয়া, সাধারণ সম্পাদক গুলজার খান, কোষাধ্যক্ষ মদরিছ আলী মফজ্জুলসহ ট্রাস্টের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, দরিদ্র মানুষের কল্যাণে প্রবাসীরা সব সময় কাজ করে যাচ্ছেন। অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রবাসীদের ভুমিকা অপরিসীম। প্রবাসীরা আর্ত্মসামাজিক উন্নয়নসহ দেশের যেকোন দূর্যোগ-দূর্বিপাকে এগিয়ে। তাদের অবদান দেশের মানুষ কোন দিন ভুলবে না।
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ট্রাস্টের ট্রাস্টি আব্দুল ওয়াহিদ চৌধুরী, সমাজসেবক মধু মিয়া, বসির উদ্দিন আহমদ, ফিরোজ খান, ফারুক আহমদ ফিরু, আব্দুল হক শিকদার, আব্দুন নুর, সংগঠক মারুফ খান, নাছির উদ্দিন, জসিম উদ্দিন।
শেয়ার করুন