আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে
রক্তদান সংগঠন ভূকশিমইল ইউনিয়ন ২য় বারের মত মাস ব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচীর আজকে প্রথম দিনের কার্যক্রম শুরু করেছে ।
আজ সকাল ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে প্রথম ধাপে বৃক্ষ রোপণ শুরু হয়। এতে উপস্থিত ছিলেন। ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সংগঠনের উপদেষ্টা জনাব নুরুল ইসলাম, সহকারী শিক্ষক উপদেষ্টা জনাব সফিক মিয়া, জনাব মুসলেহ উদ্দিন মুসা, জনাব দয়াময় দেব,দ্বিতীয় ধাপে বঙ্গবন্ধু আর্দশ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক, রক্তদান সংগঠনের উপদেষ্টা জনাব জিল্লুর রহমান, সহকারী শিক্ষক জনাব আব্দুল কাইয়ুম সহ অন্যান্য শিক্ষকগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের (সভাপতি) জাকারিয়া আলম মিতুল,(সাধারণ সম্পাদক)জুবায়ের আহমেদ, (সাবেক-সহ সভাপতি) সায়েক আহমেদ, (সহ সভাপতি) মোহাম্মদ লিমন খান, (যুগ্ম সাধারণ)আরিফ আহমেদ,(সাংগঠনিক সম্পাদক)অলিদ আহমেদ রাজন,(অর্থ সম্পাদক)রাসেল আহমেদ,(সাবেক দপ্তর সম্পাদক) ফাহিম আহমদ , (প্রচার সম্পাদক)মাহি,ও আরিফুল ইসলাম,(সমাজ সেবা সম্পাদক)মুজাক্কির আলম,(সহ দপ্তর সম্পাদক)রেদোয়ান (ক্রীড়া সম্পাদক) কামরান ইসলাম,(পরিবেশ বিষয়ক সম্পাদক)নাবিল,(সদস্য)কিবরিয়া,রেজাউল,সুহিন,সাঈদ আহমেদ, আমির মাহি প্রমুখ।
শেয়ার করুন