স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর জেলার বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩০ পিচ স্বর্ণের বার জব্দ করে যার বাজার মূল্য আনুমানিক তিন কোটি টাকা।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের চারা বটতলা নামক স্থান থেকে ভারতে পাচারের সময় পাচারকারীদের ফেলে যাওয়া এ স্বর্ণের বার গুলো জব্দ করা হয়।
খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবি সদস্যরা
বেনাপোলের দৌলতপুর সীমান্তের চারা বটতলা এলাকায় অভিযান চালায় । এ সময় সন্দেহভাজন দুইজন স্বর্ণ পাচারকারীকে ধাওয়া দিলে একটি মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায় । পরে খোঁজাখুজি করে মোটরসাইকেলে থেকে ফেলে যাওয়া গামছায় মুড়ানো একটি পুটলি উদ্ধার করা হয় এবং গামছায় মোড়ানো অবস্থায় সাড়ে তিন কেজি ওজনের ৩০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।
তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন