ছাতক, দোয়ারাবাজার,(সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাতক দোয়ারাবাজার আসনের স্বতন্ত্র পদ প্রার্থী শামিম আহমদ চৌধুরী “র”ঈগল প্রতিকের বোগলাবাজার ইউনিয়নে তিনটি ভোট কেন্দ্রতে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ডিশেম্বর) সন্ধার সময় বোগলাবাজার ইউনিয়নের তিনটি ভোট কেন্দ্র তে শামিম আহমদ চৌধুরী”র” ঈগল প্রতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আর নয় পুরাতন এবার হবে পরিবর্তন। তিনি আরও বলেন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে রাস্তাঘাট সহ অবহেলিত বঞ্চিত মানুষের পাশে থেকে নিজেকে নিবেদিত রাকবো। এসময় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বী আজহারুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান শেখ চাঁন।
বীর মুক্তিযোদ্ধা হাফেজ নুরুল ইসলাম, বর্তমান ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম নান্টু,বীর মুক্তিযোদ্ধা সন্তান বশির আহমদ, যুবলীগ নেতা নাজমুল হাসান পায়েল,যুবলীগ নেতা মাহমুদুল হাসান শাওন, ছাত্রলীগ নেতা আতিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা সেলিম আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন -সভাপতি আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিফাত হাসান রাজন, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা আল আমিন মাহমুদ, উপজেলা ছাত্রলীগ নেতা হুমায়ূন আল মোমেন, উপজেলা যুবলীগ নেতা সজীব রায়হান, যুবলীগ নেতা খোকন, স্বেচ্ছাসেবক লীগ নেতা তোফাজ্জল হোসেন, সাজন আহমেদ সহ প্রমুখ।