ব্যাংকে ক্যাশ কাউন্টারের সামনে থেকে গ্রাহকের ৯৩ হাজার টাকা চুরি

জাতীয়

সোনালী ব্যাংকে সেবা নিতে আসা ছামাদ মিয়া (৬০) নামে এক গ্রাহকের ৯৩ হাজার টাকা নিয়ে পালিয়েছে দুই ব্যক্তি। বুধবার (৬ নভেম্বর) ব্যাংকের গাইবান্ধা শাখার ক্যাশ কাউন্টারের সামনে থেকে এ চুরির ঘটনা ঘটে।

ব্যাংকের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওই বৃদ্ধ গ্রাহক এক নম্বর কাউন্টারে টাকা জমা দেওয়ার জন্য গ্লাসের সামনের টেবিলে টাকা বের করে রাখেন। এসময় তার পাশে শার্ট-প্যান্ট পরিহিত দুই ব্যক্তি ঘুরঘুর করছিলেন। তাদের মধ্যে একজনের হাতে একটি ফাইল ছিল।

ফুটেজে আরও দেখা যায়, ওই দুইজনের মধ্যে একজন নিজের পকেট থেকে ১০ টাকার একটি নোট মেঝেতে ফেলে পা দিয়ে নোটটি বৃদ্ধের পায়ের কাছে ঠেলে দেন এবং তাকে জানান, তার টাকা মেঝেতে পড়েছে। বৃদ্ধ তখন মেঝে থেকে নোটটি তুলতে নিচু হলে সেই সুযোগে অপরজন কাউন্টারের সামনের টেবিলে রাখা ৯৩ হাজার টাকা নিয়ে দুইজনই দ্রুত পালিয়ে যান।

ব্যাংকে বিষয়টি জানানোর পরপরই সোনালী ব্যাংক গাইবান্ধা শাখা পুলিশকে অবগত করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিডিও ফুটেজ সংগ্রহ করে এবং তদন্ত শুরু করেছে।

সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার অ্যাসিস্টেন্ট ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। গ্রাহকদের যেমন সতর্ক থাকতে হবে, তেমনি আমাদেরকেও আরও সচেতন হতে হবে। পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে এবং তারা এসে ভিডিও ফুটেজ নিয়ে গেছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ব্যাংকে পুলিশ অফিসারকে পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্যাশ কাউন্টারের সামনে থেকেই টাকা চুরির ঘটনা ঘটেছে। আমরা চোরদের ধরতে বিভিন্ন জায়গায় ভিডিওটি পাঠিয়েছি এবং তদন্ত চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *