ইনজুরির সঙ্গে নেইমার জুনিয়রের সখ্য যেন বেশ পুরনো। তবে চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর ব্রাজিল জাতীয় দলে ফিরে এসেছেন এই তারকা খেলোয়াড়।
চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে দুই ম্যাচের দলে রাখা হয়েছে সম্প্রতি শৈশোবের ক্লাব সান্তোসে যোগ দেওয়া নেইমার।
নেইমারের এই ফিরে আসার পথটি সহজ ছিল না। গত বছর উরুগুয়ের বিপক্ষে একটি ম্যাচে গুরুতর চোট পাওয়ার পর, তার ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু নেইমার হার মানেননি। কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে, তিনি আবার মাঠে ফিরে এসেছেন। সম্প্রতি, নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন। সেখানে তিনি সাতটি ম্যাচ খেলেছেন, যার মধ্যে চারটিতে তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তার এই অসাধারণ পারফরম্যান্স ব্রাজিল জাতীয় দলের কোচ দরিভাল জুনিয়রের নজর কেড়েছে।
নেইমারের ব্রাজিলের হয়ে ১২৮টি ম্যাচ খেলে সর্বোচ্চ ৭৯টি গোল করেছেন, যা পেলেকেও ছাড়িয়ে গেছে।
নেইমারের প্রত্যাবর্তনের সঙ্গে, ব্রাজিল জাতীয় দলও নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে। ২১ মার্চ কলম্বিয়া ও ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চলতি বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ব্রাজিল। সেরা ছয়ের মধ্যে থেকে বিশ্বকাপ নিশ্চিত করতে নেইমারের উপস্থিতি দলের মনোবল বাড়িয়ে তুলবে।
ব্রাজিল দলের স্কোয়াড:
• গোলরক্ষক: অ্যালিসন, বেন্তো, এডারসন।
• ডিফেন্ডার: দানিলো, গ্যাব্রিয়েল মাগালেস, গুইলেহরমো আরানা, লিও অরটিজ, মার্কিনিউস, মুরিল্লিও, ভেন্ডারসন, ভেসলি।
• মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গেরসন, জয়েলিন্টন, ম্যাথিউস কুনা, নেইমার জুনিয়র।
• ফরোয়ার্ড: এস্টাবো, জোয়াও পেদ্রো, রাফিনহা, রদ্রিগো, সাবিনহো, ভিনিসিয়াস জুনিয়র।
শেয়ার করুন