মণিপুরে ফিরল ব্রডব্যান্ড ইন্টারনেট, এখনও বন্ধ মোবাইল ডেটা

জাতীয়

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে পাঁচ উপত্যকা জেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পুনরায় চালু হয়েছে। তবে মোবাইল ডেটা এখনও বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেস্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য ইকোনোমিক টাইমস। ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু হওয়া পাঁচটি জেলা হচ্ছে—ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবল, বিষ্ণুপুর এবং কাকচিং।
ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, রাজধানী ইম্ফলে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার তিন দিন পর সেখানে এই পরিষেবা ফের চালু হয়েছে। তবে মোবাইল ডেটা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
কথিত ‘ড্রোন হামলা’ এবং পরবর্তীতে এই অঞ্চলে বিক্ষোভ নিয়ে ভুল তথ্য সম্বলিত সোশ্যাল মিডিয়া পোস্টের বিস্তার রোধ করার জন্য প্রাথমিকভাবে ইন্টারনেটের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

কমিশনার (হোম) এন. অশোক কুমারের একটি বিজ্ঞপ্তিতে দ্য ইকোনোমিক টাইমস বলেছে, ‘রাজ্য সরকার শর্তাবলী এবং শর্তাবলী পূরণ সাপেক্ষে ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রে স্থগিতাদেশ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

এর আগে পাঁচ দিন ইন্টারনেট বন্ধের ঘোষণা দেওয়া হয়। তার তিন দিন পার না হতেই এমন সিদ্ধান্তের পথে এগোলো সরকার।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *