মহানগর জামায়াতের আমীর সেক্রেটারীসহ ৭ জন কারাগারে

সিলেট

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি আব্দুল্লাহ আল ফারুক ও সাবেক ছাত্রনেতা আব্দুল হাকিমসহ ৭ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার সিলেটের একটি আদালতে ১৪ নেতাকর্মী হাজিরা দিতে গেলে ৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালতের বিচারক।

এ বিষয়ে জামায়াত নেতাদের আইনজীবী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব জানান, পুরনো রাজনৈতিক প্রতিহিংসামূলক একটি মামলায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উচ্চ আদালতের আগাম জামিনে ছিলেন।

আইন-আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিয়মিত হাজিরার অংশ হিসেবে নেতাকর্মীরা উপস্থিত হন। আদালত ১৪ জনের মধ্যে ৭ জনের জামিন মঞ্জুর করেন এবং ৭ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *