মাওলানা মুহিব্বুল হকের জানাযা বৃহস্পতিবার বেলা আড়াইটায়

সিলেট

সিলেটের শীর্ষ আলেম, জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম, শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী’র নামাযে জানাযা বৃহস্পতিবার (১৮মে) বেলা আড়াইটায় সিলেট নগরীর শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

জানাযায় ইমামতি করবেন তাঁর বড় ছেলে জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক জুনাইদ। পরে হুজুরের হযরত শাহজালাল (রহ.) মাজার কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

এদিকে জানাযার পূর্বে দুপুর ১১.৩০ মিনিট পর্যন্ত তাঁর মরদেহ জামেয়া প্রাঙ্গণে থাকবে। এরপর দুপুর ১২টায় শাহী ঈদগাহে নেয়া হবে।

এর আগে বুধবার (১৭ মে) সন্ধ্যায় জামিয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (র.) সিলেট- এ নিজের অফিস কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আল্লামা মুহিব্বুল হক। তাৎক্ষণিক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অজস্র ছাত্র-শিক্ষক, ভক্তবৃন্দ ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তালিম বাংলাদেশ এর সিনিয়র সদর ও দরগাহ মাদ্রাসার মুহতামিম এই আলেমে দ্বীন জীবদ্দশায় অসংখ্য মাদ্রাসার প্রতিষ্ঠা করে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *