রিংকু দেবনাথ
মাধবপুর প্রতিনিধিঃ-
হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ভারতীয় গাঁজাসহ রমজান আলী (৩৫) নামে এক মাদক কারবারী’কে আটক করেছে।সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ ফেরদৌস কবীর পিএসসি জানান, রবিবার (৩১জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হরষপুর বিওপির নায়েক সুবেদার ফজলুর হক এর নেতৃত্বে একদল বিজিবি’র জওয়ান ধর্মঘর ইউনিয়নের চক রাজেন্দ্রপুর আমবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ রমজান আলীকে আটক করে।তিনি সুনামগঞ্জের দোয়ারা-বাজার থানার লক্ষ্মীপুর ইউনিয়নের মাঠগাও গ্রামের মৃত মাঈন উদ্দিন এর ছেলে। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকসহ আটককৃত আসামির বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
শেয়ার করুন