রিংকু দেবনাথ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর জাতীয় যুব দিবস ২০২২ পালন করা হয়েছে। এসময় উপজেলা যুব উন্নয়ন অফিসের ৩০ জন যুবক যুবতী কে প্রশিক্ষণ ভাতা’র সম্মানিত ও ৪ জনকে সনদ পত্র প্রদান করা হয়। মঙ্গলবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের ৩ তলায় আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা প্রেসক্লাবের সদস্য মাওলানা এম. জাকিউর রহমান, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ এরশাদ আলী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদ বিন ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাইয়ুম, নারী উদ্যোক্তা লাকী রাণী শীল, সাংবাদিক শেখ জাহান রনি, নাহিদ হাসান, সহ যুবক যুবতী’রা উপস্থিত ছিল।
শেয়ার করুন