রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে বিশ্বশান্তি ও জীব কল্যাণে
শ্রীমদ্ভাগবত সংঘের উদ্যোগে সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত প্রবচন উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মাধবপুর পৌরসভার বনিক পাড়া(২ নং ওয়ার্ড) শুক্রবার(২৫ নভেম্বর) সন্ধ্যায় অধিবাসের মাধ্যমে গীতাপাঠ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।ভারত,সুনামগঞ্জ,সিলেট,হবিগঞ্জ,ব্রাহ্মণবাড়ীয়া,সাতক্ষীরা,ময়মনসিংহ থেকে পাঠক এসে প্রবচন করবেন।শনিবার (২৬নভেম্বর) থেকে শনিবার(২ ডিসেম্বর) পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭ টায় গীতাপাঠ প্রবচন অনুষ্ঠিত হবে।শ্রীমদ্ভাগবত সংঘের একজন সদস্য বলেন বিশ্বশান্তি ও জীব কল্যাণের জন্য (৪র্থ বৎসর) এর মত তাদের এই গীতাপাঠের আয়োজন।