মিরপুরে একাই অনুশীলনে ঘাম ঝরালেন সাকিব

খেলাধুলা

 

এবার নতুন দায়িত্ব পেয়ে একাই মাঠে নেমে পড়লেন সাকিব আল হাসান। গতকাল আবারও বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছিলেন সাকিব। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজে ছিলেন না সাকিব। তবে আগামী এশিয়া কাপ সামনে রেখে ইতিমধ্যেই দেশে ফিরেছেন সাকিব।

গতকাল বিকালে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকে বসেছিলেন তিনি। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এবার একাই মাঠে নেমে পড়েছেন সাকিব আল হাসান। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দীর্ঘদিন পর অনুশীলন করেছেন সাকিব আল হাসান। আগামী শুক্রবার থেকে শুরু হবে এশিয়া কাপ উপলক্ষে বাংলাদেশের দলীয় অনুশীলন।

আজ সকাল ১০টার আশপাশে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে প্রথম জিম সেশন ও পরে রানিং সেশন করেছেন সাকিব। দলের বাকিরা খেলার মধ্যে থাকলেও, তিনি ছুটিতে থাকার কারণে এশিয়া কাপ শুরুর আগেই নিজেকে সেরা অবস্থায় নিয়ে যেতেই মূলত সাকিবের এই তোড়জোড়।

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান (ফিটনেস সাপেক্ষে), তাসকিন আহমেদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *