মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

খেলাধুলা

সামাজিক মাধ্যমে মঙ্গলবার রাতে হঠাৎ করেই এক পোস্টে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। তাঁর অবসরের পর ফেসবুকে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তরা আবেগী বার্তা দিয়েছেন। ওয়ানডেকে বিদায় বলা মুশফিককে আজ বুধবার ০৬ মার্চ) ‘গার্ড অব অনার’ দেওয়া হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শুরুর আগে।

মিরপুর শেরেবাংলায় এখন চলছে ডিপিএলের মোহামেডান স্পোর্টিং ক্লাব-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচ। মোহামেডানে মুশফিক খেলছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজদের সঙ্গে। চেনা পরিচিত মিরপুরে আজ মুশফিককে ‘গার্ড অব অনার’ দিয়েছে তামিমের নেতৃত্বাধীন মোহামেডান। যেহেতু মোহামেডান টস জিতে ফিল্ডিং নিয়েছে, মুশফিক তাই কিপিং গ্লাভস পরে তৈরি হয়েছেন। ম্যাচের আগে বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন তাঁকে দুই পাশে ঘিরে করতালির মাধ্যমে সংবর্ধনা দিয়েছেন তামিমরা।

২০০৬-এর আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মুশফিকের ওয়ানডেতে পথচলা শুরু। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে খেলেছেন ২৭৪ ওয়ানডে। রাওয়ালপিন্ডিতে গত ২৪ ফেব্রুয়ারি ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে করেছেন ২ রান। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। ২৭৪ ওয়ানডেতে ৭৯.৭০ স্ট্রাইকরেটে ৭৭৯৫ রান করেছেন। ৯ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৪৯ ফিফটি। তবে অল্পের জন্য ডিসমিসালে আরেকটি মাইলফলক ছোঁয়ার আক্ষেপটা রয়েই গেল। ওয়ানডেতে মুশফিকের ডিসমিসাল ২৯৯। ২৪৩ ক্যাচের পাশাপাশি ৫৬ স্ট্যাম্পিং করেছেন। যার মধ্যে উইকেটরক্ষক হিসেবেই ধরেছেন ২৪১ ক্যাচ।

টস জিতে আজ প্রথমে ফিল্ডিং নেওয়ার সুবিধাটা ভালোভাবেই কাজে লাগাচ্ছে মোহামেডান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান করেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। মোহাম্মদ আল আমিন জুনিয়র ৩৭ রানে অপরাজিত। তানবীর হায়দার ১২ রানে ব্যাটিং করছেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *