মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে: ওবায়দুল কাদের

সিলেট

দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র চলছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পাকিস্তানের বন্ধুদের হাতে বাংলাদেশকে তুলে দেয়া হবে না।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রোববার আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র হচ্ছে। সন্ত্রাস চলছে। মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে। সব সংকট ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘নেতা-কর্মীরা প্রস্তুত হোন, শপথ নিন। অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। আমরা এই দেশকে পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেব না।’

সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এতে উপস্থিত নেতাদের উদ্দেশে কাদের বলেন, ‘এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের আস্থার ঠিকানা। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব। ভয় নেই, শেখ হাসিনা আছেন। তার নেতৃত্বে সব ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনেও জয়ের বন্দরে পৌঁছাব।

‘আপনারা প্রস্তুত হোন। বিশ্ব সংকটের মধ্যেও একজন শেখ হাসিনা সবকিছু শক্ত হাতে মোকাবিলা করে যাচ্ছেন। এখনও বাংলাদেশ পৃথিবীর অনেক দেশ থেকে ভালো অবস্থানে রয়েছে।’

দ্রব্যমূল্য বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বড় বড় দেশগুলোতেও দ্রব্যমূল্য বাড়ছে, কিন্তু তারপরও আমাদের প্রধানমন্ত্রী সবকিছু ভালোভাবেই সামলে নিয়েছেন।’

এ সভায় দেশের বিভিন্ন বিভাগ থেকে আওয়ামী লীগের তৃণমূল নেতারা অংশ নিয়েছেন।

তাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মিছিল-মিটিংয়ে কিছু লোক দেখলেই ভয় পায়। আমাদের লোক অনেক বেশি।

‘সাধারণ মানুষ আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে। ভয় নেই, শেখ হাসিনা আছে। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *