বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে নগরীতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ। সোমবার (১২ জুন) মিছিলটি নগরীতে কোর্ট পয়েন্ট থেকে শুরু করে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর সভাপতি মুফতী সাঈদ আহমদ, মহানগর সিনিয়র সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সহ সভাপতি আমির উদ্দিন, মহানগর সাংগঠনিক সম্পাদক মরা মতিউর, জেলা সাংগঠনিক সম্পাদক আবু তাহের মিসবাহ, যুব আন্দোলন জেলা সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।
শেয়ার করুন