শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি
নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদানসহ ৭ দফা দাবি এবং আগামি ২৮ নভেম্বর রাত ১২টা থেকে সারাদেশে লাগাতর কর্মবিরতি সফল করতে মোংলায় মানববন্ধন করেছে নৌযান শ্রমিকরা।
সেমবার (২০ নভেম্বর) দুপুর ২টায় পৌর শহরের সিংগাপুর মার্কেট সংলগ্নে সাধারণ নৌ-শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন হয়।
এ মানববন্ধনে বাংলাদেশ নৌ যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন’র উপদেষ্টা কাউন্সিলর এস এম কবির হোসেন, সাধারণ নৌ যান শ্রমিক কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, সভায় সভাপতিত্ব করেন,নৌ যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন’র সভাপতি মোঃ মনিরুল ইসলাম (মাষ্টার), আরও উপস্থিত ছিলেন, নৌ যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন নারায়নগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাফেজ মোঃ শাহাদাত হোসেন, মোংলা শাখার সহ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন,সাধারণ সম্পাদক সবুজ রাজসহ অনেক নৌযান শ্রমিক অংশ নেয়।
শেয়ার করুন