শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি
মোংলার সুন্দরবন এলাকায় এক গৃহস্থের বাড়ি থেকে প্রায় ২.৫০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত অজগরটির ওজন প্রায় ১.৫০০ গ্রাম।
পূর্ব সুন্দরবন বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কাটাখালির টহলফাড়ি ষ্টেশন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, উদ্ধারের পর বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় অজগরটিকে সুন্দরবনে ছেড়ে দেয়া হয়েছে।
তিনি আরও জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের গোড়াবুরবুড়িয়া গ্রামের ১নং ওযার্ডের ফরিদ শেখের বাড়িতে মুরগির খোপে হানা দেয় অজগরটি। এসময় একটি মুরগির দুটি বাচ্চাও খেয়ে ফেলে সেটি।
উল্লেখ্য, গৃহকর্তা ফরিদ শেখ সাপের উপস্থিতি টের পেয়ে স্থানিয় বাঘবন্ধু’র সদস্য মোঃ আল আমিন হোসেন কে খবর দেন।
এরপর বনরক্ষীরা ভিটিআরটি ও সিপিজি সদস্যদের সহায়তায় অজগরটি ধরে কাটাখালি টহল ফাড়ির ফরেস্ট স্টেশনে নিয়ে যায় এবং সেখানে অবমুক্ত করে।
শেয়ার করুন