মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত, হচ্ছে ভারী বৃষ্টিপাত

জাতীয়

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সোমবার রাত থেকে থেমে থেমে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে মোংলায়।

এতে পৌর শহরের নিম্নাঞ্চলের রাস্তাঘাট ও বসতঘর বাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একই অবস্থা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলেও।

এছাড়া লঘুচাপের প্রভাবে পশুর নদীর পানি স্বাভাবিকের তুলনায় বৃদ্ধির আশংকায় রয়েছে পশুর নদীর পাড়ের বিশাল জনগোষ্ঠী। বৃষ্টিতে বিভিন্ন এলাকার চিংড়ি ঘেরের ভেড়ী বাঁধ তলিয়ে যাওয়ারও খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, গত ২৪ ঘন্টায় (গতকাল ভোর থেকে আজ ভোর ৬টা পর্যন্ত) মোংলায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাত আগামীকাল বুধবারও অব্যাহত থাকবে। তবে বৃহস্পতিবার স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *