মৌলভীবাজারের কুলাউড়ায় একদিনে ওয়ারেন্টসহ বিভিন্ন মামলায় গ্রেফতার-১০::

মৌলভীবাজার

মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুলাউড়া থানা পুলিশের এক সফল অভিযানে একদিনে ওয়ারেন্টভোক্তসহ বিভিন্ন মামলায় গ্রেফতার-১০জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার(২৬ জুলাই) কুলাউড়া থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে কুলাউড়া থানার এসআই আতিকুল আলম খন্দকার, এসআই আব্দুল আলীম, এসআই মনির হোসেন, এসআই আনোয়ার মিয়া, এসআই হারুনুর রশিদ, এএসআই তাজুল ইসলাম, এএসআই ফুলচান মিয়া ও এএসআই তপন দেব সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ননজিআর ৮৬/২৩ এর আসামী লকুছ মিয়া, ননজিআর ২১৩/২২ এর আসামী পারভেজ মিয়া, জিআর ৩৯/২২ এর আসামী ওয়াহিদ আলী, সিআর ১১৭২/২২ এর আসামী মোঃ অনু মিয়া, সিআর ২৭১/২২ এর আসামী ইদ্রিছ আলী, ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় আসামী মোঃ শিপন মিয়া প্রকাশ রিপন, মামলা নং ১৩(০৭)২৩ এর আসামী আবুল হোসেন( হোসেন), মামলা নং-২০(০৭)২৩ এর আসামী আব্দুর রহমান ও মোঃ রানা মিয়া, মামলা নং-২৩(০৩)২৩ এর আসামী নাহিদ আহমদ জাকির‘দের গ্রেফতার করেন।

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বলেন গ্রেফতারকৃত আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *