স্বীকৃতি বিশ্বাস, স্টাফ রিপোর্টারঃ
আজ বুধবার (১ ফেব্রুয়ারি)জেলা শিল্পকলা একাডেমি, যশোর-এর আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুুষ্ঠিত হলো পিঠা উৎসব-২০২৩
থিয়েটার ক্যানভাস যশোর এর প্রধান সম্পাদক মোঃ কামরুল হাসান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত পিঠা উৎসবে স্বাগত বক্তব্য দেন এ্যাড. মাহমুদ হাসান বুলু।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান।
শুভেচ্ছা বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত ও যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।
এ সময় শিল্পকলা একাডেমির কার্যকরি কমিটির সদস্যরা মঞ্চে অবস্থান করেন।
এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে শিল্পকলা একাডেমি, উদীচী, নৃত্যবিতান, পুনশ্চ, সুরধুনী, সুরবিতান, ভৈরব, শেকড়, চাঁদেরহাট, মা নৃত্যালয়, কিংশুক ও উৎকর্ষ এর শিক্ষার্থী শিল্পীবৃন্দ।