যশোরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের একটি চৌকস টীম আজ ৫ শত গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী শিলি বেগম(৪৫) কে গ্রেফতার করেন।

আটককৃত শিলি বেগম যশোর কোতয়ালি মডেল থানাধীন -চাঁচড়া রায়পাড়া কয়লা পট্টির সোহরাব হোসেনের স্ত্রী।
ঘটনার বিবরণ অনুযায়ী আজ (৫ জুলাই) সোমবার দুপুর আনুমানিক একটায় যশোর গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/মোঃ আমিরুল ইসলাম, এএসআই(নিঃ)/ মোঃ ইমদাদুল হক ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে যশোর সদর উপজেলার চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টির বাসিন্দা শিলি বেগমকে ৫ শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা
এ সংক্রান্ত বিষয়ে এএসআই(নিঃ)/ মোঃ ইমদাদুল হক বলেন, আজকের এ অভিযান যশোর জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পরিচালিত অভিযানের অংশ বিশেষ এবং প্রতিনিয়ত এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। আটককৃত আসামির বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *