স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
যশোর জেলা গোয়েন্দা পুলিশ গতকাল শনিবার( ১ অক্টোবর) রাত আনুমানিক এগারোটার দিকে যশোর সদরের পতেঙ্গালী গ্রাম থেকে চার বছরের শিশু সানজিদার লাশ চালের ড্রাম থেকে উদ্ধার করে।
নিহত সানজিদা ঐ গ্রামের সোহেল হোসেনের মেয়ে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান, সানজিদাকে শুক্রবার দুপুর ১২টার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ফলে সানজিদার পরিবার কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করে। পরে বিষয়টি নিয়ে ডিবি পুলিশ তদন্তে শুরু করে এবং সানজিদার পরিবারের সদস্যদের সন্দেহ অনুযায়ী প্রতিবেশি আঞ্জুয়ারা নামের নারীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালালে লাশ ঘরের চাউলের ড্রামের মধ্যে রাখা আছে বলে জানায় ওই নারী।
এদিকে, ঘটনার পরপরই আইনপ্রয়োগকারী সংস্থার একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শেয়ার করুন