যশোরে ছিনতাইকৃত ইজিবাইকসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

জাতীয়
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম চালককে জখম করে ছিনতাই করে নেওয়া ইজিবাইক উদ্ধারসহ  ছিনতাইকারী মৃত মিজানুর রহমানের ছেলে মোঃ ভরসা (৩৭),মোঃ আলিম মন্ডলের ছেলে
মোঃ শামীম হোসেন (২৪) ও মোঃ আহাদ শেখের ছেলে
 মোঃ আকাশ (১৯)কে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত আসামিরা সকলেই ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ছোট ভাটপাড়া মালিপাড়ার বাসিন্দা।
ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল ও শামীম আহমেদ এর সমন্বয়ে একটি টিম গতকাল বুধবার কালীগঞ্জ থানাধীন সাতগাছিয়া এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য ভরসা,শামীম ও আকাশকে গ্রেফতার করে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করেন এবং  সন্ধ্যার সময় ঘটনাস্থল বড়বিল কান্দা মাঠ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত রক্তমাখা চাকু  উদ্ধার করেন।
এ সংক্রান্ত বিষয়ে ভিকটিম ইমরান হোসেন  বাদী হয়ে কোতয়ালী মডেল  থানায় একটি মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য গত ৭ নভেম্বর সন্ধ্যায় যশোর কোতয়ালী থানাধীন ছাতিয়ানতলার চুড়ামনকাঠি হতে বাদিয়াটোলাগামী পাকা রাস্তার পাশে বড়বিলকান্দা মাঠে ইজিবাইক চালক ইমরান হোসেনের গলায় চাকু দ্বারা রক্তাক্ত জখম ও হাত-পা বেঁধে মাঠের মধ্যে ফেলে ইজিবাইক ছিনতাই করে নেয়।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *