যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার ২

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

আজ(৫ সেপ্টেম্বর) সোমবার সকালে যশোরের চাঁচড়া এলাকা থেকে দুর্বৃত্তের হাতে নিহত যুবক মোস্তাফিজুর রহমান (৩৫) এর লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি সাতক্ষীরা জেলার সুলতান পুরের আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

নিহতের ভাই আব্দুল মোত্তালিব জানান-মোস্তাফিজ খুলনার একটি ফিড কোম্পানিতে চাকরি করতেন। রোববার সকালে তিনি খুলনায় অফিসে যান এবং অফিসিয়াল কাজে সেখান থেকে ঝিনাইদহ যান। ঝিনাইদহ থেকে যশোরে আসার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।সোমবার সকালে মোস্তাফিজের সহকর্মী রবিউল ইসলামের কাছে মোবাইল করলে তিনি জানান যশোর থেকে এক ব্যক্তি তাকে জানিয়েছেন মোস্তাফিজকে ছুরিকাঘাত করা হয়েছে। বর্তমানে হাসপাতালে আছে। এ খবর পেয়ে তারা হাসপাতালে গিয়ে জানতে পারেন ছুরিকাঘাতে মুস্তাফিজুর খুন হয়েছে। পরে হাসপাতালের মর্গে যেয়ে লাশ শনাক্ত করেন।

তারা আরো জানতে পারেন, একই কোম্পানিতে চাকুরীরত ইমরানের সাথে কোম্পানির পাওনা টাকা নিয়ে মোস্তাফিজুরের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে ৪ সেপ্টেম্বর বিকেলে পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে ইমরান ও তার সহযোগী আরও ৩/৪ জন চাঁচড়া চেকপোস্টে নিউ নূর হোটেলের সামনে থেকে জোরপূর্বক রাব্বি হাসানের ইজিবাইকে তুলে নিয়ে যায়। এরপর হত্যার উদ্দেশ্যে চাকু দিয়ে আঘাত করে।
হত্যাকাণ্ডের ঘটনায় তার ভাই আব্দুল মোত্তালিব আজ (৫ সেপ্টেম্বর) সোমবার ছয়জনের নামে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। আসামিরা হচ্ছেন -ইসহক গাজির ছেলে ইব্রাহিম (২৩), শামীম হোসেনের ছেলে ইমরান (২৫), আসলাম হোসেনের ছেলে সুজন হোসেন (২২), মিঠুর ছেলে আল আমিন (২৪), মৃত অনিল মন্ডলের ছেলে অন্তর মন্ডল (২৬) ও মৃত শরিফুল ইসলামের ছেলে রাব্বি হাসান (২৩)। আসামিদের সবার বাড়ি যশোর সদরের বিরামপুর কালীতলা গ্রামে।

যশোর কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম বলেন,-আর্থিক লেনদেনের কারণে মোস্তাফিজুরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অন্তর মন্ডল ও রাব্বি হাসান নামে দুই যুবককে আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *