স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
“কৃষি বাঁচাও কৃষক বাঁচাও দেশ বাঁচাও”-এই শ্লোগান নিয়ে আজ বৃহস্পতিবার ( ২৯ ডিসেম্বর) যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি ও বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতির ঐক্য সম্মেলন।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে যশোর টাউন হল ময়দানে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক আফসার আলী।
পরবর্তীতে ঐক্য সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুস সাত্তারের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি রণজিত চট্টোপাধ্যায়, জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি তুষার কান্তি দাস, ঐক্য সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন নান্নু, জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গাজী আব্দুল হামিদ, জিল্লুর রহমান ভিটু প্রমুখ।
এসময় বক্তরা বলেন-ভাত-কাজ-ভোটের অধিকারের প্রশ্ন, কৃষি কাজে ব্যবহৃত সার-বিদ্যুৎ-ডিজেল-বীজ অর্ধেক ও নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ, রেশনিং ব্যবস্থা চালু, খোদ কৃষকের হাতে জমি দেওয়া, উৎপাদন খরচের সাথে বাড়তি ৪০% যুক্ত করে ফসলের দাম নির্ধারণ, স্বল্প সুদে কৃষি ঋণ প্রদান, কৃষকের নামে দায়েরকৃত সার্টিফিকেট মামলা প্রত্যাহার, রাষ্ট্রায়ত্ত বন্ধকৃত পাটকল-চিনিকল-বস্ত্রকল চালু, ভূমিহীন শ্রমজীবী মানুষের সারা বছরের কাজের নিশ্চয়তা, দৈনিক সর্বনিম্ন মজুরি ৫শত টাকা নির্ধারণ, ফসলের বীমা চালুসহ বিভিন্ন দাবি জানান।
আগামীকাল শুক্রবার ঐক্য সম্মেলনের দ্বিতীয় দিন কাউন্সিল অধিবেশন হবে পার্শ্ববর্তী বি সরকার ঘুর্নায়মান রঙ্গমঞ্চে। ঐদিন২ টি দলের মধ্য থেকে নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটবে।