যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না ও যশোর যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানাসহ সকল কারাবন্দী সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে যশোর জেলা যুবদল বিক্ষোভ সমাবেশ করে।
আজ রবিবার (১৪ মে) বিকালে শহরের লালদীঘি পাড়ে অবস্থিত যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যশোর জেলা যুবদলের সহ-সভাপতি আমিনুর রহমান মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম ও যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।

অন্যান্যের বক্তব্য রাখেন,শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু,যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,জেলা যুবদলের সহ-সভাপতি সাইদুর রহমান বিপুল,যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম রতন,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল,নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ,সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি,জেলা ছাত্রদলের সভাপতির রাজিদুর রহমান সাগর,জেলা যুবদলে দপ্তর সম্পাদক কামরুল ইসলাম,যুবদল নেতা তানভীর রায়হান তুহিন,আবুল কালাম আজাদ,মোনাজ্জেল হোসেন লিটন,মোতাহারুল ইসলাম রিয়াদ,এখলাস হোসেন,মোস্তাফিজ্জোহা সেলিম,আব্দুল মান্নান,গোলাম মোস্তফা,আতাউর রহমান,বিল্লাল হোসেন,হিরু আহমেদ,মফিজুর রহমান বাবু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন,
বিগত এক যুগের অধিক সময় ধরে অনেক মার খেয়েছি,অনেক নির্যাতন সহ্য করেছি । এখন আর মার খাওয়ার সময় নেই। এখন সময় প্রতিরোধের । একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য বিএনপি আন্দোলন করছে। যে বাংলাদেশে আইন আদালত স্বাভাবিক ভাবে পারিচালিত হবে। যে আইনের শাসনের কথা বলে বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট রচনা হয়েছিল। যে পাকিস্তানের সাথে যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ নামক স্বাধীন সার্বভেীম ভু-খন্ড অর্জন করেছিলেন।সেই পাকিস্তানের আদালত স্বাভাবিক ভাবে পরিচালিত হয়। অথচ স্বাধীনতার ৫২ বছর পর বাংলাদেশের আইন আদালত সরকারের আজ্ঞাবহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *