যশোরে র‌্যাবের অভিযানে জাল নোটসহ গ্রেফতার-০২

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

যশোরের অভয়নগরে র‌্যাব-৬ এর বিশেষ অভিযানে মহিবুর রহমান চৌধুরী (৪৬) ও সাইফুল ইসলাম (৩৮) নামে দুই প্রতারককে ৪০ টি ৫০০ টাকার জাল নোটসহ আটক করে।

রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটায় জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার আবাসিক হোটেল আল রেজুয়ানের ৩য় তলার ৩০৩ নং রুমে অভিযান চালিয়ে র‍্যাবের বিশেষ টীম এসব নকল টাকা সহ তাদেরকে আটক করেন।

আটক মহিবুর রহমান চৌধুরী চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার দেশগাঁও কাশেমপুরের মৃত মোখলেছুর রহমান চৌধুরীর ছেলে। সে ঢাকা ডিএমপি ডেমরা থানা এলাকার -মাতৃছায়া, বাসা নং ৭১, ওয়ার্ড নং ৬৭ বসবাস করে দীর্ঘদিন ধরে নকল টাকার ব্যবসা করে আসছিলো ও আটক সাইফুল ইসলাম কিশোরগঞ্জ জেলার পটিয়াদী উপজেলার চরজাকালিয়া এলাকার শামসুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে অভয়নগর এলাকার অবস্থান করে এসব জাল ব্যবসা করেন।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে: এম নাজিউর রহমান বলেন- গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি যে জেলার অভয়নগর উপজেলার শিল্প নগরী নওয়াপাড়ার ১নং ওয়ার্ডের আবাসিক হোটেল আল রেজুয়ানের ৩য় তলার ৩০৩ নং রুমে দুই নকল টাকার কারবারিরা অবস্থান করছে। এ সময়ে ফোর্স নিয়ে রাত সাড়ে বারোটার দিকে সেখানে অভিযান চালিয়ে ৪০টি ৫০০ টাকার জাল নোটসহ মহিবুর রহমান চৌধুরী ও সাইফুল ইসলাম নামে দুই প্রতারককে হাতেনাতে আটক করা হয়
আটককৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও সরবরাহ করে আসছিলো। এর আগেও তারা জাল টাকা তৈরীর মেশিন সহ ঢাকার ডেমরা থানা পুলিশের কাছে আটক হয়েছিল।। সোমবার দুপুরে কাজের বিরুদ্ধে মামলা দিয়ে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।অভয়নগর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম শামীম হোসাইন জাল টাকা সহ থানায় দুজনকে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *